Rules of Connectors

আমরা কথা বলা বা লেখার সময় এর চলমানতা বজায় রাখার জন্য sentence এর মাঝে বিভিন্ন প্রকার word বা group of words বা phrase ব্যবহার করি। ধরনের word বা group of words বা phrase কে sentence connectors বলা হয়। যেমন-- however, therefore, in fact, etc. There are some important rules of connectors discussed below.

 

          Rules of Connectors


০১. কোন ঘটনার বিন্যাস বা ক্রম নির্দেশ করার জন্য নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। যেমন -

 প্রথমে বা সর্বপ্রথমে বুঝাতে

 at first, first, firstly, in the first place, in the beginning

 দ্বিতীয়ত/ দ্বিতীয় বুঝাতে

second, secondly, in the second place

  এর পরে, অতঃপর বুঝাতে   

 after, after that, then, next  

  মাঝে বুঝাতে     

 in between, in the middle of

 পরিশেষে, সবশেষে বুঝাতে 

 in the end, at the end, at last, lastly, finally

 উপসংহার /সমাপ্তি বুঝাতে     

to conclude, to sum up etc.

 

০২উদাহরণ প্রদানের জন্য নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। 

যেমন

for example, for instance, such as, namely etc.


০৩. বৈপরীত্য বা বৈসাদৃশ্য তুলনা বুঝাতে নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। যেমন -


অপরদিকে, অন্যদিকে     

on the contrary, on the other hand, whereas

সম্পূর্ণ বিপরীতে            

in contrast

যদিও                             

though, although  

সত্তেও                          

 in spite of

কিন্তু                             

 but

 বরং                             

 rather

 তথাপি                          

 yet, nevertheless

 

০৪. অতিরিক্ত তথ্য প্রদানের জন্য নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। যেমন 

 

এছাড়া, অধিকিন্তু, তদুপরি, তথাপি

moreover, besides, in addition to, furthermore,

কেবল নহে.......... বটে         

not only...............but also


০৫. কারণ এবং ফলাফল বুঝাতে নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। 

যেমন --

 

যেহেতু/কারণ

since, as, because

সুতরাং, অতএব, কারণে   

so, therefore

ফলাফলস্বরূপ               

consequently, as a result

এভাবে 

thus

০৬. সাধারণত পূর্বের বাক্যগুলোকে ব্যাখ্যা বা উলেখ করার জন্য নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়।

 যেমন

 অন্য কথায়  

 in other words   

  বিশেষভাবে   

  particularly, especially

  প্রধাণত      

  mainly     

  নিন্মরূপ    

  as follows        

০৭সাদৃশ্যমূলক তুলনা বুঝাতে নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। 

যেমন -- 

অধিকতর বেশী    more           

সবচেয়ে বেশী       most    

সবচেয়ে কম        least

        ন্যায়/মত       as                 

অধিকতর কম      less

       একইভাবে      similarly   

 

০৮.  কোন বক্তব্যের সার সংক্ষেপ বা উপসংহার প্রদান করার জন্য নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়।

  যেমন -

 সার সংক্ষেপ বা উপসংহার করা

  to sum up     

  সংক্ষেপে বা অল্পকথায় 

   in short, in brief

   মোটের উপর                                  

  after all, above all


০৯কথার এক প্রসঙ্গ হতে অন্য প্রসঙ্গে যেতে অথবা আকষ্মিক কিছু নির্দেশ করতে নিন্মলিখিত connectors গুলো ব্যবহৃত হয়। যেমন --  

 যে কোন ভাবে/ যে করে হোক 

 anyhow, anyway

 যাই হোক  

  however                       

  একই 

  all the same

  পর্যন্ত 

   till

 এখন পর্যন্ত   

   still


১০দুই ব্যক্তি বা বস্তুর মাঝে সংযুক্তি বুঝাতে  and/ as well as connectors বসে


১১.    Use of some more connectors.

 

        অন্যথায়      

       otherwise                      

         বস্তুত              

         in fact                

         যেন                 

       as if              

         যদি                  

         if            

         শীঘ্রই                

         as soon as             

   বর্তমানে/ আজকাল   

  at present, nowadays           

         এমন কি                     

         even    

         যদি না        

        unless                    

         যতক্ষণ পর্যন্ত না    

         until           

         যাহাই ঘটুক                

        whatever      

   তদনুসারে/ সে অনুযায়ী      

       accordingly   

 

 

 

 

 

 

 

 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url