Preposition Rules In Bangla
Preposition Rules In Bangla
Use of prepositions appropriately is always a challenge. It will be very easy to use prepositions if you go through the preposition rules In Bangla given below with meaning and clear examples. All the uses of a preposition have been discussed in the rules of prepositions in Bangla.
I have compiled important prepositions rules with Bangla meaning and different usages. It will certainly be beneficial for the learners of all grades. Prepositions listed below always come in the different competitive examinations.
সঠিকভাবে preposition ব্যবহার সবসময় একটি চ্যালেঞ্জI নিচের বাংলায় অর্থ ও স্পষ্ট উদাহরণ সহ প্রদত্ত prepositions গুলো নিয়মের মধ্য দিয়ে ব্যবহার করতে পারলে এটি খুব সহজ হবে। preposition পদের সকল ব্যবহারই বাংলায় অব্যয়ের নিয়মে আলোচনা করা হয়েছে। আমি বাংলা অর্থ এবং বিভিন্ন ব্যবহার সহ একটি গুরুত্বপূর্ণ preposition rules Bangla নিয়ম সংকলন করেছি। এটি অবশ্যই সমস্ত গ্রেডের শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। নীচে তালিকাভুক্ত prepositions সর্বদা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে।
স্পষ্ট বোঝার জন্য আপনাকে নীচের preposition rules Bangla মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া চালিয়ে যেতে হব।
Prepositions are used in three ways.
1. Meaning based preposition
2. Phrase based preposition
3. Appropriate preposition
When we use prepositions according to their meaning, they are called meaning based prepositions. The prepositions listed below are described in Bangla meaning with suitable examples.
After understanding the preposition rules and usages, you can also read an important list on appropriate prepositions. You will also find a discussion on important prepositional phrases rules in Bangla meaning. You can do grand preposition exercise in the practice section.
Definition of preposition
Preposition কাকে বলে?
Preposition is a word which relates one word with another word in a sentence to give a clear meaning. The prepositions always give special meaning and the meaning indicates a relationship between the words.
Preposition এমন একটি শব্দ যা একটি বাক্যে একটি শব্দের সাথে অন্য একটি শব্দকে একটি স্পষ্ট অর্থ প্রদান করে। Preposition সর্বদা বিশেষ অর্থ দেয় এবং অর্থ শব্দের মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
Preposition কখন কোথায় বসে?
Propositions always sit before a noun, pronoun or noun equivalent and make a relationship with the other words.
Propositions সর্বদা একটি noun, pronoun or noun equivalent আগে বসে এবং অন্যান্য শব্দের সাথে একটি সম্পর্ক তৈরি করে।
Relationship Of Preposition in words
The ball is on the head.
Here the preposition on shows a relation between the ball and the head. It tells where the ball is.
The people of Bangladesh are hard working.
If we remove the preposition word 'of' there will be no connection between these two words people and Bangladesh.
যদি আমরা preposition 'of' শব্দটি মুছে ফেলি তাহলে people এবং Bangladesh এই দুটি শব্দের মধ্যে কোন সংযোগ থাকবে না।
Preposition Rules In Bangla With Examples
Use Of 'By'
১। কোন উপায় বা পদ্ধতির মাধ্যমে হলে by হবে।
Ismail turned the wheel of fortune by hard labour.
২। পাশে বুঝাতে by বসে।
He sat by me.
৩। পথ অর্থে by বসবে।
I shall travel by road.
৪। শপথ নেয়ার ক্ষেত্রে by হবে।
I swear by almighty Allah.
৫। Passive Voice এ object এর আগে by বসে।
The work was done by me.
৬। অনুপাত বুঝাতে by বসে।
The table is12 feet by 10 feet.
৭। সুনির্দিষ্ট সময় বুঝালে by বসবে।
He will come back by 5 pm.
৮। জন্ম সুত্র বুঝাতে by বসবে।
He is an American by birth.
৯। কোন যানবাহনে ভ্রমনে by বসবে।
We went to Khulna by bus.
Use Of ‘Up’
১। উচুতে, উচ্চতর স্থানে।
His house is up on the hill.
২। নিচ থেকে উপরের দিকে হলে up বসে।
He climbed up the tree.
Use Of 'Besides'
১। এছেড়াও বুঝাতে besides বসে।
I have another pen besides this.
Use Of ‘Across’
১। এক দিক থেকে অন্যদিকে / আড়াআড়ি ভাবে / অপর পাশে বুঝাতে across বসে।
It is difficult to drive across the desert.
My college is just across the road.
Use Of 'Through'
১। কোন স্থানের মধ্যে দিয়ে, ভিতর দিয়ে, মাধ্যমে বুঝাতে Through বসে।
They were going through the forest.
You should apply through the proper channel.
Use Of 'Against'
১। বিরুদ্ধে, বিপক্ষে, প্রতিকূলে বুঝাতে।
We have to fight against the curse of dowry.
Use Of 'Till/until'
১। প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝাতে।
They kept awake until midnight.
We will wait until Saturday.
He will play cricket from morning till afternoon.
Use Of 'Within'
১। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোন ব্যাপক সময়ের মধ্যে বুঝাতে' within বসে।
He will visit Australia within a month.
২। একটি নির্দিষ্ট এলাকা বা স্থানের ভিতরে ঝাতে' within বসে।
People who live within the city will pay double tax.
৩। সামর্থের মধ্যে বুঝালে।
We should live within our means.
Use Of 'As'
১। হিসেবে অর্থে।
Government has selected Sonargaon as the tourist spot.
Use Of 'While'
১। সময় ( কোন ঘটনার ) বুঝাতে।
While going to school, she saw an accident.
Use Of 'Along'
১। বরাবর / সোজা বুঝাতে।
We walked along the beach.
Use Of 'Below'
১। নীচে বর্ণিত, একটি নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম, অবস্থার নিচে বোঝাতে below বসে।
My particulars are given below.
Rahim has got below 80% marks.
He lives below the poverty line.
Use Of 'Around'
১। চতুর্দিকে বুঝাতে:
We walked around the old village.
Preposition Use In Bangla
Use Of Without
১। ছাড়া, ব্যতিত অর্থে, without ব্যবহৃত হয়।
I could not succeed in life without your help.
We can’t live without Oxygen.
Use Of 'Beyond'
১। নাগালের বাইরে, সাধ্যর বাইরে বুঝাতে beyond বসে।
The situation was beyond our control.
Use Of 'Since'
১। হইতে, থেকে, নির্দিষ্ট সময়ের পুর্বে since বসে। since 1975, since Monday, since July.
It has been raining in torrents since Monday.
Use Of 'Beside'
১। পাশে বুঝাতে beside বসে।
There is a big tree beside my house.
Use Of ‘Off’
১। হতে, থেকে, দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে।
Be off from here.
Switch the light off.
Use Of 'To'
১। কোন স্থানে যাওয়া ও আসা অর্থে to বসে।
Sohel goes to Dhaka every week.
He came to London in 1975.
কিন্তু Home, abroad, here, there এর আগে to বসেনা।
২। Sentence verb এর শেষে তে / র = to+V1.
He told me to buy the book.
I have nothing to give you.
৩। কারো কাছে বুঝালে তার আগে to বসে।
I am now writing to you about it.
৪। অনুসারে অর্থে to বসে।
The food is tasty to me.
৫। সীমানার বাইরে বুঝাতে to বসে।
Thailand is to the east of our country.
৬। পর্যন্ত বুঝাতে to বসে।
The freedom fighters fought to the last.
Use Of 'At'
১। এলাকা ও ছোট শহর/স্থানের নামের আগে at বসে।
His residence is at Uttara.
২। নির্দিষ্ট সময়ের আগে at বসে।
I go to bed at 10 o’clock.
৩। অবস্থা অর্থে at বসে।
The country is at war now.
৪। গতি/বেগে বুঝাতে at বসে।
Roni was driving the car at 100 km per hour.
৫। দায়িত্ব অর্থে at বসে।
You must repair it at your own cost.
৬। দূরত্ব বুঝাতে at বসে।
Dhaka is at 50 kilometers from here.
৭। বয়স বুঝাতে at বসে।
He lost his mother at 10.
৮। দিকে বুঝাতে at বসে।
He pointed the gun at me.
৯। সুনির্দিষ্ট স্থানের আগে at বসে।
He studied at the library all day.
১০। Noon, night, midnight, dawn এর আগে at বসে।
Use Of 'For'
১। সময়ের ক্ষেত্রে ধরে/যাবত বুঝাতে for বসে।
He has been sleeping for two hours.
২। কোন কিছুর জন্য বুঝাতে for বসে।
He came here for money.
৩। সাহায্য অর্থে for বসে।
Would you please do it for me?
৪। কারন অর্থে for বসে।
Rajshahi is famous for its mangoes.
৫। সমর্থন অর্থে for বসে।
Are you for the proposal?
৬। মূল্য বুঝাতে for বসে।
I bought this pen for 20 taka.
৭। বিনিময় বুঝাতে for বসে।
You will get a ticket for every 500 taka.
Use Of 'From'
১। কোন স্থান বা কারো নিকট হতে বুঝাতে ঐ ব্যক্তি বা স্থানের আগে from বসে।
The man came from abroad.
Don’t get down from a running train.
He got the email from his father.
Use Of ‘Of’
(র, এর) বুঝাতে।
A teacher is an architect of a nation.
He came of a noble family.
১। সম্পর্কে বুঝাতে of বসে।
I know nothing of it.
২। অধিকার বা মালিকানা বুঝাতে of বসে।
It is the house of Mr. Jahir.
৩। উপকরন বুঝাতে of বসে।
The house is made of bricks.
৪। কারন বুঝাতে of বসে।
The young boy died of cancer.
Use Of 'With'
১। সাথে বুঝাতে with বসে।
He came with me.
২। দিয়া/দ্বারা/ অর্থে with বসে।
The villagers killed many snakes with sticks.
Use Of 'Down'
১। উপর থেকে নীচে বুঝাতে down বসে।
The boy has fallen down from the roof.
Use Of 'Into'
১। গতিশীলতা নিয়ে প্রবেশ বুঝাতে into বসাতে হবে।
The teacher entered into the class room.
২। অবস্থার পরিবর্তন হলে into বসাতে হবে।
Water is changed into vapour.
৩। সংঘর্ষ হলে into বসাতে হবে।
The truck crashed into a parked car.
৪। সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into হবে।
They were divided into three groups.
Use Of 'Above'
১। অধিকতর উপরে বুঝালে above হবে।
The plane is flying above my head.
The sun is above our head now.
২। পরিমানের ক্ষেত্রে above হবে।
Present temperature is above average.
৩। সবকিছুর উর্ধ্বে above হবে।
Rifat is above suspicion. He values religion above everything.
Preposition Rules In Bangla hsc
Use Of 'In'
১। কোন বিষয় বা ভাষার আগে in ব্যবহৃত হয়।
He can speak in English.
২। বড় স্থান/সীমানার মধ্যে/চতুর্দিক দিয়ে সীমাবদ্ধ হলে in হয়।
We were in the car.
They sold their production in the local market.
My family lives in Dhaka.
৩। মাস/বছর/ঋতুর নামের আগে in হয়।
We achieved independence in December in1971.
It rains heavily in the rainy season.
৪। ক্ষেত্র বুঝাতে in হয়।
We should be sincere in every walk of life.
৫। অবস্থা বুঝাতে in হয়।
He is in a good health.
৬। পেশার ক্ষেত্রে in হয়।
He has been in teaching.
৭। মাধ্যম বুঝাতে in হয়।
You have to pay the bill in cash.
৮। অনুপাত বুঝাতে in হবে।
In England, one in three enters higher education.
৯। সময়ের আগে the হলে in হবে।
He will arrive in the afternoon.
Use Of 'On'
১। কোন নদীর তীরে বুঝাতে on বসবে।
Dhaka is on the Buriganga.
২। কোন কিছুর উপরে সংস্পর্শে হলে on বসবে।
The old sailor sat on a stone.
৩। Floor বুঝাতে on বসবে।
The office is on the 4th floor.
৪। সীমানার উপর বুঝাতে on বসবে।
The Buriganga is on the south of Dhaka.
৫। তারিখ/বার/দিবসের পুর্বে on বসবে।
He will come on Sunday on the 5th May.
৬। সম্বন্ধে বুঝাতে on বসবে। ।
He wrote an essay on the cat.
৭। নির্ভরতা বা খেয়ে বাঁচা বুঝাতে on বসবে।
Cows live on grass.
৮। অনুসারে বুঝাতে on বসবে।
He has taken leave on doctor’s advice.
Use Of 'After'
১। পরে বুঝাতে after বসে।
After reaching Kuakata, we finished our breakfast.
২। পিছনে পিছনে বুঝাতে after হয়।
They are running after the thief.
৩। ব্যাপক সময়ের আগে after বসবে।
He returned home after a month.
৪। পরবর্তী বুঝাতে after বসবে।
Lamia is the tallest after Mim.
৫। সবমিলিয়ে বা মোটের উপর বুঝাতে after বসবে।
After all, he is a good boy.
Use Of 'Before'
১।পুর্বে বুঝাতে before বসবে।
He came before lunch.
২। সামনে বুঝাতে before বসবে।
He stood before me.
৩। বিশেষ গুরুত্ব অর্থে before বসবে।
He puts his work before everything.
Use Of 'About'
১। সম্পর্কে বা বিষয়ে অর্থে about বসবে।
He told me about his last journey.
২। চারদিক বুঝাতে about বসবে।
He wrapped the paper about the box.
৩। উপলক্ষ্য বুঝাতে about বসবে।
He came here about the marriage ceremony.
৪। প্রায় বুঝাতে about বসবে।
We got on the bus at about 9 am.
Use Of 'Among'
১। কিছুর মধ্য among বসবে।
There is a tree among the houses.
২। দু’ইয়ের অধিকের মধ্য among বসে।
Divide the mangoes among the three boys.
Use Of 'Between'
১। দুইয়ের মধ্য বুঝালে between হবে।
A cricket match will be arranged between Bangladesh and India.
Use Of 'Over'
১। উপরে (সংলগ্ন নয়) বুঝাতে over বসে।
There is a bridge over the river.
২। সমগ্র / সারা অর্থে over বসে।
They have traveled all over the world.
৩। উপর দিয়ে বুঝাতে over বসে। ।
They jumped over a fence.
৪। অধিক বুঝাতে over বসে।
He was in America for over a month.
৫। মাধ্যম বুঝাতে over বসে। ।
He talked over the telephone.
Use Of 'Under'
১। নীচে বুঝাতে under বসে।
The ball is under the table.
২। পরিমানে কম / বয়স কম বুঝাতে under বসে।
He is under 30. He earns under 50000.
৩। অধীনে বুঝাতে under বসে।
The building is under construction.
৪। নিয়ন্ত্রনে বুঝাতে under বসে।
The situation is under control.
Use Of 'During'
১। ব্যাপক সময়ে বুঝাতে।
We get plenty of sun during the summer.
২। যখন কোন কিছু ঘটে।
He fell asleep during the meeting.
During my childhood, I used to swim in the river.
Use Of ‘Out of’
১। কোন জায়গা বা কোন কিছু থেকে বুঝাতে।
He pulled money out of his pocket.
He left the country out of his own decision.
Use Of 'Past'
১। গত/পাশ দিয়ে,পরে বুঝাতে।
The old man watched the people walking past him.
Use Of ‘Inside’
১। ভিতরে, মধ্যে বুঝাতে।
The table is inside the kitchen.
Wrapping Up
Thank you for finishing your reading the preposition rules in Bangla, you can also read appropriate preposition, prepositional phrase rules in Bangla and then sit for preposition exercise. If you have any query, you can write in the comment box.