How to Understand the Rules of Punctuation in Bangla

 Punctuation rules in bangla আমাদের সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করতে সাহায্য করবে। Punctuation গুরুত্বপূর্ণ কারণ এটি বাক্যকে স্পষ্ট করতে এবং অর্থ প্রকাশ করতে সাহায্য করে। Punctuations rules in bangla আমাদের বলে কখন থামাতে হবে বা জোর দিতে হবে৷ Punctuations ধারণাগুলিকেও আলাদা করে এবং ভাষার মূল অংশগুলি যেমন শিরোনাম এবং উদ্ধৃতিগুলিকে হাইলাইট করে৷ যাইহোক, আমরা যখন লিখি, তখন আমাদের অভিব্যক্তি ততটা স্পষ্ট হয় না যতটা আমরা কথা বলি।

 

Punctuation rules in bangla will help us to use punctuation correctly. Punctuation is important because it helps make sentences clear and express meaning. It consists of marks such as ?, !, (), :, and ” that tell us when to pause or add emphasis. Punctuation also separates ideas and highlights key parts of language such as titles and quotes. However, when we write, our expressions are not as apparent as when we speak.


Punctuation and Capitalization

 

Punctuation শব্দটি Latin word 'punctum’ হতে নেওয়া হয়েছে, যার অর্থ হলো বিরতি । অর্থকে সু-স্পষ্ট করে তোলার জন্য লেখার মাঝে বিরতির প্রয়োজন হয়। সে কারনে sentence এর মধ্যে বা শেষে যে সকল বিশেষ চিহ্ণ ব্যবহার করা হয়, তাদেরকে Punctuation marks বা বিরাম/যতি/ছেদ চিহ্ণ বলে। বক্তার অভিব্যক্তি শুদ্ধভাবে প্রকাশ করার জন্য Punctuation marks ব্যবহার করা হয়। নিচে ইংরেজিতে ব্যবহৃত Punctuation marks এর ব্যবহার আলোচনা করা হলো-


 Punctuation Marks:

 1. Full stop --------------------------- ( . )

2. Comma ---------------------------- ( , )

3. Double inverted comma -------- (“   ”)

4. Note of interrogation ------------ ( ? )

5. Note of exclamation ------------  ( ! )

6. Apostrophe comma -------------  ( ` )

7. Colon -----------------------------  ( : )

8. Semi-colon ---------------------- - ( ; )

9. Colon dash ----------------------   (:- )

10. Hyphen -------------------------  ( - )

11. Dash ----------------------------   ( -- )

12. Brackets ------------------------  (  )

13. Asterisk -------------------------  ( * )

14. Hash ----------------------------- ( # )

15. Oblique -------------------------- ( / )

 

*Full stop ( . )

 

1. সম্পূর্ণ বিরতি বুঝানোর জন্য assertive, imperative এবং optative sentence এর শেষে full stop ব্যবহৃত হয়। যেমন-

 

Kamal is a good boy. Please help the man. May God bless you.

 

2. উপাধি, নাম প্রভৃতি সংক্ষিপ্ত আকারে লিখলে প্রত্যেক letter এর পর full stop বসে। যেমন-

Shima is an M.A. Rafiq is an M.B.B.S.

 

**Comma ( , )

 

1. একই parts of speech এর দুয়ের বেশি পদ পাশাপাশি বসলে শেষ দুটি বাদে অন্যগুলোর পরে comma বসে। যেমন-

 

I have bought two pens, a pencil, a book, and a diary.

 

2. Apposition এর আগে পরে comma বসে। যেমন-

Mr. Rahman, principal of our college, is very dishonest.

 

3. Vocative case কে পৃথক করতে comma বসে। যেমন-

Reva, go to college. Come on, Bristi.

4. Quotation কে পৃথক করতে comma বসে। যেমন-

Shakespeare said, “Life is nothing but a tale.”

5. Sub-ordinate clause আগে বসলে তার পরে comma বসে। যেমন-

If you read daily, you will do better in the exam.

 

6. একাধিক pair of words থাকলে প্রত্যেক জোড়ার পরে comma বসে। যেমন-

Black and white, rich and poor, all are equal to god.

 

7. Absolute construction কোন sentence এর প্রথমে থাকলে তার পরে comma বসে। যেমন-

The sun having set, the lotuses closed their petals.

 

8. একই শব্দের পূণরাবৃত্তি ঘটলে প্রথমটির পরে comma বসে। যেমন-

You are delighted, delighted in doing the work in the field.

 

9. মূল বাক্যের গঠনের মধ্যে অন্য কোন adjective/ adverbial phrase ev clause যুক্ত করলে তার আগে পরে comma বসে। যেমন-

 He is, after all, an honest boy.

 

10. Dialogue yes/no এর পরে comma বসে। যেমন-

Yes, youth is the golden period of life. No, I do not need to go there.

 

**Double inverted comma (“   ”)

 

1. Direct narration G reported speech এর আগে পরে Double inverted comma বসে। যেমন-

The boy said, I have prepared the lessons.

 

2. নির্দিষ্ট কোন নাম উদ্বৃত করতে Double inverted comma বসে। যেমন-

Macbeth was written by Shakespeare.

 

3. Inverted comma এর ভিতরে single inverted comma বসে। যেমন-

Mother said, Always remember, honesty is the best policy.

 

 

*Note of interrogation (?)


1. Interrogative sentence এর শেষে note of interrogation বসে। যেমন-

Why is the baby crying? How old are you? Why are making a noise in the class always?

 

2. সন্দেহ বা বিস্ময়বোধ  প্রকাশ করতে assertive sentence এর শেষে note of interrogation বসে। যেমন-

His father died in 1995?

She passed in the exam?

They killed the bird?

                        

*Note of exclamation (!)

 

1. Exclamatory sentence এর শেষে note of exclamation বসে। যেমন-

How pathetic the death is!

What a clever girl she is!

 

2. Alas/ hush/ bravo/ hurrah/ oh এর শেষে  note of exclamation বসে। যেমন-

Oh! It is a nice picture. Hurrah! We have won the match.

 

Semi-colon (;)

 

1. But, yet, still, however, otherwise, nevertheless প্রভৃতি conjunction দ্বরা যুক্ত co-ordinate clause গুলো বিপরীত অর্থ প্রকাশ করলে co-ordinate conjunction গুলোর মধ্যে Semi-colon বসে। যেমন-

 He is old; yet he can sing well. The music ends; but the audience sat in the auditorium.

 

2. Compound sentence এর co-ordinating conjunction সমূহে যখন conjunction বাদ দেওয়া হয়:

 

To err is human; to forgive is divine. United we stand; divided we fall.

 

3. Sentence এর দুটি অংশের মাঝে নিকট সম্পর্ক থাকলে এদের মধ্যে semi-colon বসে। যেমন-

He worked hard; therefore he was successful.

He could not bear the educational expenses; so he left school.

 

Colon ( : )

 

1. দুটি বাক্যের মধ্যে যদি দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যটির যুক্তি, ব্যাখ্যা, উদ্ধৃতি কিংবা সমর্থন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে দুটি বাক্যের মাঝে colon বসে। যেমন-

 

Analyze the sentence: “Necessity is the mother of invention.”  

There are two kinds of narration: 1. Direct 2. Indirect

 

2. কোন তালকিা তৈরী করতে যদি as follows, thus, the following, প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়, তখন তাদেও পরে colon বসে। যেমন-

 

My mother’s qualities are: honesty, sincerity, punctuality, and kindness.

 

3. কোন Dialogue ev drama তে বক্তার নাম তার কথার মধ্যে colon বসে। যেমন-

Sujon: How are you, Barsha?

Barsha:  I’m fine.

 

Apostrophe ( ` )

 

1. Possessive case apostrophe বসে। যেমন-

Tahrimas father is working hard.

 

2. কোন শব্দের অক্ষর বাদ দিল  সে স্থানে apostrophe বসে। যেমন-

It is ten oclock (of clock) now. 

Whats (what is) the reason behind the accident?

 

3. কোন letter ev figure এর  plural করতে apostrophe বসে। যেমন-

Cut your is and dot your is. 3 2s make six.

 

Hyphen ( - )

 

1. Compound word এর বিভিন্ন অংশ যোগ করতে hyphen বসে। যেমন-

Sister-in-law,  father-in-law, well-planned, passer-by.

 

2. কোন লাইনের শেষে কোন word সম্পূর্ণ লিখতে না পারলে তার পর hyphen বসিয়ে বাকী অংশ পরের লাইনে লিখতে হবে। কিন্তু পুরো একটি syllable কে পরের লাইনে লিখতে হবে। যমেন-He left the hostel bag and ba- gage.

 

Dash (--)

 

1. কোন ব্যক্তির চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বুঝাতে বাক্যে dash ব্যবহার করতে হয়। যেমন-

 

If I did not lost all my wealth-- but why think of the past.

If my father alive-- but why should I lament for the past.

 

2. Words in apposition বুঝাতে dash বসে। যেমন-

All disheartened him--friends, relatives, and teachers.

He bought many things-- building, car, furniture.

 

3. কোন একটি বাক্যের পূণরাবৃত্তি করতে dash বসে। যেমন-

Winter is the coldest season-- may be the coldest.

This is the best college perhaps the best.

 

4. বাক্যের মাঝে কোন অসংলগ্ন অংশ যোগ করতে তার আগে পরে dash বসে। যেমন-

 

All the men-- both poor and rich will leave the world one day.

The mango is tasty, sweet but-- rare.

 

Brackets ( )

 

1. কোন কিছু ব্যাখ্যা করতে  brackets  ব্যবহৃত হয়।

I have lost every thing (I had building, car and).

 

Asterisk (* )

 

1. কোন বিষয়ের উপর গুরত্ব দিতে asterisk বসে। যেমন-

In Greek tragedy, I have read about Achilles’ heel*.

 

Oblique ( / )

 

1. বিকল্প কোন পছন্দ বুঝাতে oblique বসে। যেমন-

The synonyms of acquire are obtain / gain.

 

Capitalization

 

1. প্রত্যেক নতুন sentence এর প্রথম letter টি capital letter হয়

 

Bangladesh is known as a land of rivers. 

The rivers are criss-crossed around the country.

 

2. কবিতার প্রত্যেক লাইনের প্রথম বর্ণটি :

Two little black birds

Sitting on a wall,

One called Peter

One called Paul.

 

Early to bed and early to rise,

Makes a man healthy, wealthy and wise.

 

3. আল্লাহর নামবাচক শব্দ এবং তার পরিবর্তে ব্যবহৃত pronoun এর প্রথম অক্ষরটি :  

We pray to God for His help.

May God bless you with His love that makes everyday a joy to live.

 

4. উপাধি/ পদবির প্রথম বর্ণ :Mr. Professor, Principal, B.A, M.A.

 

5. Proper noun I proper adjective এর প্রথম বর্ণ :

Kamal, Momo, Barsha, Sujon, Tahrima,

Dhaka, Sylhet, India, London, Bangladesh

 

6. Proper adjective বা জাতি/ গোষ্ঠী/ সম্প্রদায় বুঝাতে প্রথম অক্ষরটি :

The English are a brave nation. Muslims, Chinese, Hindus, Bhuiyans, Pathans

7. Reported speech এর প্রথম letter টি:

Munny said, “I have passed in the exam.”

The teacher said, “The sky is blue.”

 

8. Personal pronoun ‘I’ interjection ‘O’ টি capital letter হয়।

If he said, I would do the work. 

Come to me, O my beloved.

 

9. দিন মাসের নামের প্রথম অক্ষর:

I shall go to Dhaka on Friday.

 Father will send me a computer in March.

 

10. সব বা পার্বণের নামের প্রথম অক্ষরটি:

Today is Eid Day. Milton sent me a gift on the Christmas Day.

11. কোন দিবস, এতিহাসিক কোন ঘটনার  প্রত্যেক word এর প্রথম অক্ষর:

The 16 December is a Victory Day.

During the Second World War, many people were killed.

 

12. কোন প্রতিষ্ঠান , এতিহাসিক ভবনের প্রত্যেক word এর প্রথম অক্ষর:

I read in Comilla Victoria Govt. College.

The White House is situated in America.

 

13. ধর্মগ্রন্থ , বিখ্যাত বই, সংবাদপত্র, নদী, পর্বত-মালা, দ্বীপপুজ্ঞ, সাগরমহাসাগর প্রভৃতির নামের প্রথম অক্ষর:

The Muslims read the Quran.

Rabindranath got Nobel Prize for the Geetanjali.

I like the Daily Star very much.

The Padma is a big river.

The beauty of the Himalayas charms all.

The Andamans is a famous island in the world.

The Bay of Bengal is to the south of Bangladesh.

The Atlantic Ocean is the largest ocean.

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url